বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল : ডক্টর কিশোর সরকার

Reporter Name / ২৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ ঘোষণা করে অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদকের ভয়াল ছোবল থেকে তরুণদের রক্ষা করতে এ যুদ্ধ চলছে।

তারই ধারাবাহিকতায় ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে এমপি জাহাঙ্গীর আলম ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের যুব সমাজ। এমপি জাহাঙ্গীর আলম সরকার ব্যাডমিন্টন টুর্নামেন্ট নামে শনিবার রাতে এ আসরের ফাইনাল পর্ব শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল আমীন সরকার, ১২ নং রামচন্দ্রপুর উত্তর ইউপির চেয়ারম্যান ইকবাল সরকার, বাঙ্গরা থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জামান চৌধুরী ও মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইয়াছিন সরকার প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর কিশোর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছি আমরা। মাদকের অভিশাপ থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত থাকার পাশাপাশি ক্রীড়ামুখী সৃজনশীল কার্যক্রমে যুক্ত থাকার মাধ্যমেই মেধার বিকাশ সম্ভব। আগামীদিনেও এমন ধরনের উদ্যোগ নেবে আমরা।

উদ্বোধন শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর