শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
সাম্প্রতিক শিরোনামঃ

এবার যুক্তরাষ্ট্রেও কপাল পুড়ল সাকিবের

Reporter Name / ৫৬৬ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

সময় বড় নিষ্ঠুর। এক সময় বিশ্ব দাপিয়ে বেড়ানো ক্রিকেটার সাকিব আল হাসানের সবগুলো দরজায় একে একে বন্ধ হতে শুরু করেছে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর বিপিএল, আইপিএল ও কাউন্টি লিগ থেকেও বাদ পড়েছেন। সাকিবের দ্বিতীয় বাড়ি যুক্তরাষ্ট্রে অন্তত খেলার সুযোগ মিলবে এমনটাই ছিল অনুমেয়। এবার সেখানেও কপাল পুড়েছে তার।

গতকাল মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য রিটেইন ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। যেখানে জায়গা হয়নি গত মৌসুমে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিবের। নিলামের আগে সাকিবকে সামনের মৌসুমের জন্য ছেড়ে দিয়েছে (রিলিজ) দলটি। মাত্র ৩ জন বিদেশি ক্রিকেটার ধরে রেখেছে শাহরুখ খানের দল। নাইট রাইডার্সের দুই ঘরের ছেলে সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের সঙ্গে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসনকে রেখে দিয়েছে তারা। বাদ দিয়েছেন কেবল সাকিবকে।

গত মৌসুমে নাইট রাইডার্সের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলেছিলেন সাকিব। উইকেট নিয়েছিলেন মাত্র ১টি, ব্যাট হাতে করেছিলেন ৬০ রান। এখন তো বোলিংও করতে পারছেন না সাকিব। যে কারণে ব্যাটসম্যান সাকিবের প্রতি আগ্রহ হারিয়েছে নাইট রাইডার্স। অবশ্য সাকিবকে ছেড়ে দিলেও ড্রাফটে এখনও সুযোগ আছে সাকিবের। তবে কেবল ব্যাটার সাকিবকে নিয়ে দলগুলো আগ্রহ দেখাবে কিনা সেই প্রশ্ন থাকছেই। আর সেই প্রশ্নের উত্তর মিলতে পারে ১৯ ফেব্রুয়ারি এমএলসি প্লেয়ার্স ড্রাফটের দিন।

উল্লেখ্য, সবশেষ সাকিবকে মাঠে দেখা গেছে গত বছরের নভেম্বরে, আবুধাবি টি-টেন লিগে। মাঝে ভারতে লিজেন্ড ৯০ লিগে খেলার কথা থাকলেও সুযোগ মেলেনি সাকিবের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর